গীতিকার: লালন ফকির
শিরোনাম: অনুরাগ নইলে কি সাধন হয়
অনুরাগ নইলে কি সাধন হয় ।
সে তো শুধু মুখের কথা নয় ।।
বনের পশু হনুমান রাম বিনে তার নাইরে ধ্যান ।
মুদিলেও তার দুই মোদা নয়ন অন্যরুপ ফিরে নাহি চায় ।।
তার সাক্ষী দেখ চাতকেরে কৈট সাধনে যায় মরে ।
তবু অন্যবারি খায় নারে থাকে মেঘের জল আশায় ।।
রামদাস মুচির ভক্তিতে গঙ্গা এলো চমকেটোতে ।
এমন সাধন করে কত মহতে লালন কেবল কুলে কুলে বায় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৬৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৬