গীতিকার: লালন ফকির
শিরোনাম: অনুরাগের ঘরে মারগা চাবি
অনুরাগের ঘরে মারগা চাবি ।
যদি রুপনগরে যাবি ।।
শোন মন তোরে বলি, তুই আমারে ডুবাইলি ।
পরের ধনে লোভ করিলি সে ধন আর কয়দিন খাবি ।।
নিরঞ্জনের নাম নিরাকার নাইকো তার আকার সাকার ।
বিনা বীজে উৎপত্তি তার দেখলে মানুষ পাগল হবি ।।
সিরাজ সাঁই দরবেশে বলে গাছ রয়েছে অগাধ জলে ।
ঢেউ খেলিছে ফুলে ফলে লালন বাঞ্ছা করলে দেখতে পাবি ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৩২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৭