গীতিকার: লালন ফকির
শিরোনাম: ওরে মন পাড়ে আর যাবি কী ধরে
ওরে মন পাড়ে আর যাবি কী ধরে ।
যেতে হুজুরে তরঙ্গ ভারি সেই পথে রে ।।
ইস্রাফিলের শিঙ্গা রবে আসমান যমীন উড়ে যাবে ।
হবে নৈরাকার ময় কে ভাসবে কোথায় সেই তুফানেরে ।।
চুলের সাঁকো তাতে হীরের ধার পার হতে হবে তুফানের উপর ।
নজর আসবেনা কোথায় দিবি পা সেই হীরের ধারে ।।
স্বরুপে যার আছেরে নয়ন তার ভবপারের ভয় কিরে মন ।
ভেবে বলে ফকীর লালন সিরাজ সাঁই যা করে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৫৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা