গীতিকার: লালন ফকির
শিরোনাম: পাবে সামান্যে কি তার দেখা
পাবে সামান্যে কি তার দেখা ।
বেদে নাই যার রুপরেখা ॥
সবে বলে পরম ইষ্ট কারো না হইলো দৃষ্ট ।
বরাতে করিলো সৃষ্ট তাই লয়ে লেখাজোখা ॥
নিরাকার ব্রহ্ম হয় সে সদাই ফিরছে অচিন দেশে ।
দোসর তার সাইকো পাশে ফেরে সে একা একা ॥
কিঞ্চিৎ ধ্যানে মহাদেব সে তুলনা কী আর দেবো ।
লালন কয় শুরু ভাবো যাবেরে মনের ধোকা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৯৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা