গীতিকার: লালন ফকির
শিরোনাম: পাবিরে মন স্বরুপের দ্বারে
পাবিরে মন স্বরুপের দ্বারে ।
খুজে দেখনা রে মন বরজোখ পরে নিহার করে ॥
দেখনা মন ব্রহ্মাণ্ড পরে সদাই সে বিরাজ করে ।
অখণ্ড রুপ নিহারে থাক গে বসে নিরিখ ধরে ॥
লেখা আছে কুদরত কালাম জানাই তারে হাজার সালাম ।
লেখা নাই ভেদ সফিনায় আলক সাঁই রয় আলের পরে ॥
ছাড়োরে মন ছল চাতুরী তাকাব্বরী গুণ জাহিরি ।
লালন কয় আহা মরি ডুব দিয়ে দেখ গভীর নীরে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৯৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৬১