গীতিকার: লালন ফকির
শিরোনাম: পাক পাঞ্জাতন নূর নবীজি চার যুগে হইলেন উদয়
পাক পাঞ্জাতন নূর নবীজি চার যুগে হইলেন উদয় ।
একসঙ্গে পাঁচটি তারা থাকে সেই আকাশের গায় ॥
হাসান হোসাইন কানের বালি গলায় হার হন হযরত আলী ।
ছেরের মুকুট হযরত রসুল মাঝখানে ফাতেমা রয় ॥
পাক পাঞ্জাতন সঙ্গে নিয়ে ভাসছেন মোর্শেদ আল্লা নিরাকারে ।
ইমাম হাসান হোসাইন ফাতেমা আলী কেউ কাউকে ছাড়া নয় ॥
আছেন পাক পাঞ্জাতন আত্মা পাঁচজন ।
সে আত্মা দিয়ে করো আত্মসাধন ফকীর লালন তাই কয় ॥

তথ্য