গীতিকার: লালন ফকির
শিরোনাম: পাখি কখন যেন উড়ে যায়
পাখি কখন যেন উড়ে যায় ।
বদহাওয়া লেগে খাচায় ॥
খাচার আড়া পলো ধ্বসে পাখি আর দাড়াবে কীসে ।
ঐ ভাবনা ভাবছি বসে চমক জ্বরা বইছে গায় ॥
ভেবে অন্ত নাহি দেখি কার বা খাচায় কেবা পাখি ।
আমার এ আঙিনায় থাকি আমারে মজাতে চায় ॥
আগে যদি যেত জানা জঙলা কভু পোষ মানেনা ।
তবে উহার সঙ্গে প্রেম করতাম না লালন ফকীর কেঁদে কয় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৯১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৬০