গীতিকার: লালন ফকির
শিরোনাম: পাপ ধর্ম যদি পূর্বে লেখা যায়
পাপ ধর্ম যদি পূর্বে লেখা যায় ।
কর্মের লিখিত কাজ করলে দোষগুণ তার কি হয় ॥
রাজার আজ্ঞায় দিলে ফাঁসি ফাঁসিদার কি হয়গো দোষী ।
জীবে পাপ করিয়ে কি সাঁই তার ফাটক দেয় ॥
শুনতে পাই সাধু সংস্কার পূর্বে থাকলে পরে হয় তার ।
পূর্বে না হলে এবার কি হবে উপায় ॥
কর্মের দোষ কাজকে দোষাই কোন কথাতে গিরে দিই ভাই ।
লালন বলে আমার বোধ নাই শুধাবো কোথায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৯১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৫৪