গীতিকার: লালন ফকির
শিরোনাম: পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে
পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে ।
দেখো দেখো মনুরায় হয়েছে উদয় কী আনন্দময় সাধুর সাধবাজারে ॥
যথারে সাধুর বাজার তথারে সাঁইর বারাম নিরন্তর ।
হেন সাধসভায় তবে এনে মন আমায় আবার যেন ফ্যারে ফেলিস নারে ॥
সাধুর বাতাসে রে মন বনের কাষ্ঠ হয়রে চন্দন ।
লালন বলে মন খোজো কী আর ধন সাধুর সঙ্গে রঙ্গে অঙ্গ বশ করো রে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৯২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৫৬