গীতিকার: লালন ফকির
শিরোনাম: পার করো দয়াল আমায় কেশে ধরে
পার করো দয়াল আমায় কেশে ধরে ।
পড়েছি এবার আমি ঘোর সাগরে ॥
ছয়জনা মন্ত্রী সদাই অসৎ কুকাণ্ড বাঁধায় ।
ডুবালো ঘাট অঘাটায় আজ আমারে ॥
এ ভবকূপেতে আমি ডুবে হলাম পাতালগামী ।
অপারের কান্ডারী তুমি লও না কিনারে ॥
আমি কার কে বা আমার বুঝেও বুঝলামনা এবার ।
অসারকে ভাবিয়ে সার পলাম ফেরে ॥
হারিয়ে সকল উপায় শেষে তোর দিলাম দোহাই ।
লালন বলে দয়াল নাম সাঁই জানবো তোরে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৯২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৫৭