গীতিকার: লালন ফকির
শিরোনাম: পার করো হে দয়াল চাঁদ আজ আমারে
পার করো হে দয়াল চাঁদ আজ আমারে ।
ক্ষমো হে অপরাধ আমার এ ভব কারাগারে ॥
পাপী অধম জীব হে আমার তুমি যদি না করো পার দয়া প্রকাশ করে ।
পতিতপাবন পতিতনাশন কে বলবে আর তোমারে ॥
না হলে তোমার কৃপা সাধন সিদ্ধি কেবা কোথা করতে পারে ।
আমি পাপী তাইতে ডাকি ভক্তি দাও মোর অন্তরে ॥
জলে স্থলে সর্ব জায়গায় তোমারই সব কীর্তিময় ত্রিবিধ সংসারে ।
তাই না বুঝে অবোধ লালন পলো বিষম ঘোর ফেরে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৪৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৫৮