গীতিকার: লালন ফকির
শিরোনাম: পাড়ে কে যাবি তোরা আয় না ছুটে
পাড়ে কে যাবি তোরা আয় না ছুটে ।
নিতাই চাঁদ হয়েছে নেয়ে ভবের ঘাটে ॥
হরিনামের তরণী যার রাধা নামের বাদাম তার ।
ভবতুফান বলে ভয় কীরে আর সেই নায়ে উঠে ॥
নিতাই বড়ো দয়াময় পারের কড়ি নাহি সে লয় ।
এমন দয়াল মিলবে কোথায় এই ললাটে ॥
ভাগ্যবান যেজন ছিলো সে তরীতে পার হলো ।
লালন ঘোর তুফানে পলো ভক্তি চটে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৩০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৬৪