গীতিকার: লালন ফকির
শিরোনাম: পাড়ে লয়ে যাও আমায়
পাড়ে লয়ে যাও আমায় ।
আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময় ॥
আমি একা রইলাম ঘাটে ভানু সে বসিলো পাটে ।
তোমা বিনে ঘোর সংকটে না দেখি উপায় ॥
নাই আমার ভজন সাধন চিরদিন কুপথে গমন ।
নাম শুনেছি পতিত পাবন তাই তো দিই দোহাই ॥
অগতির না দিলে গতি ঐ নামে রবে অখ্যাতি ।
লালন কয় অকুলের পতি কে বলবে তোমায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৯২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা