গীতিকার: লালন ফকির
শিরোনাম: প্যারী ক্ষমো অপরাধ আমার
প্যারী ক্ষমো অপরাধ আমার ।
মানতরঙ্গে করো পার ॥
তুমি রাধে কল্পতরু ভাবপ্রেমরসের গুরু ।
তোমা বিন অন্য কারো না জানি জগতে আর ॥
পূর্বরাগ অবধি যারে আশ্রয় দিলে নৈরাকারে ।
অল্পদোষে এ দাসেরে ত্যাজলে কি পোরুষ তোমার ॥
ভালোমন্দ যতই করি তথাপি প্রেমদাস তোমারই ।
লালন বলে মরি মরি হরির একী ঋণ স্বীকার ॥

তথ্য