গীতিকার: লালন ফকির
শিরোনাম: পারো নিহেতু সাধন করিতে
পারো নিহেতু সাধন করিতে ।
যাওনা রে ছেড়ে জরা মৃত্যূ নাই যে দেশেতে ॥
নিহেতু সাধক যারা তাদের করণ খাটি জবান খাড়া ।
উপশক্য কাটিয়ে তারা চলেছে পথে ॥
মুক্তিপদ ত্যাজিয়ে সদাই ভক্তিপদে রেখে হৃদয় ।
শুদ্ধপ্রেমের হবে উদয় সাঁই রাজী যাতে ॥
সমঝে সাধন করো ভবে এবার গেলে আর কি হবে ।
লালন বলে ঘুরতে হবে লক্ষ যোনিতে ॥

তথ্য