গীতিকার: লালন ফকির
শিরোনাম: পেড়োর ভূত হয় যেজনা শোনরে মনা কোন দেশে সে মুরিদ হয়
পেড়োর ভূত হয় যেজনা শোনরে মনা কোন দেশে সে মুরিদ হয় ।
ফাতেহায় ভূত সেরে যায় পেড়োর দরগায় ॥
মক্কায় শুনি শয়তান থাকে ভূত হয় নাকি পেড়োর মাঝে ।
সে কথা পাগলেও বোঝে এই দুনিয়ায় ॥
মুর্দার নামে ফাতেহা দিলে মুর্দা কি তা পায় সেখানে গেলে ।
তবে কেন পিতাপুত্রে দোজখে যায় ॥
মরার আগে মলে পরে আপ ফাতেহা হতে পারে ।
তবে আখের হতে পারে অধীন লালন কয় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৯৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৬৭