গীতিকার: লালন ফকির
শিরোনাম: পীরিতি অমূল্য নিধি
পীরিতি অমূল্য নিধি ।
বিশ্বাসমতে কারো হয় যদি ॥
এক পীরিত শক্তিপদে মজেছিলো চণ্ডীচাঁদে ।
জানলে সে ভাব মনকে বেঁধে ঘুচে যেত পথের বিবাদী ॥
এক পীরিত ভবানীর সনে করেছিলো পঞ্চাননে ।
নাম রটিলো ত্রিভুবনে কিঞ্চিৎ ধ্যানে মহাদেব সিদ্ধি ॥
এক পীরিত রাধা অঙ্গ পরশিয়ে শ্যাম গৌরাঙ্গ ।
করো লালন এমনই সঙ্গ সিরাজ সাঁই কয় নিরবধি ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৯৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৬৫