গীতিকার: লালন ফকির
শিরোনাম: পড়ে ভূত আর হোসনে মনুরায়
পড়ে ভূত আর হোসনে মনুরায় ।
কোন হরফে কী ভেদ আছে লেহাজ করে জানতে হয় ॥
আলিফ হে আর মীম দালেতে আহমদ নাম লেখা যায় ।
মীম হরফ তার নফি করে দেখনা খোদা কারে কয় ॥
আকার ছেড়ে নিরাকারে ভজলিরে আন্ধেলার প্রায় ।
আহাদে আহমদ হলো করলিনে তার পরিচয় ॥
জাতে সেফাত সেফাত জাত দরবেশে তাই জানিতে পায় ।
লালন বলে কাঠমোল্লাজি ভেদ না জেনে গোল বাঁধায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৯৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৫২