গীতিকার: লালন ফকির
শিরোনাম: পড়গা নামাজ জেনে শুনে
পড়গা নামাজ জেনে শুনে ।
নিয়ত বাঁধগা মানুষ মক্কাপানে ॥
শতদল কমলে কালা আসন শূণ্য সিংহাসনে ।
খেলছে খেলা বিনোদকালা এই মানুষের তনভুবনে ॥
মানুষে মনস্কামনা সিদ্ধ করো বর্তমানে ।
চৌদ্দ ভুবন ফিরায় নিশান ঝলক দিচ্ছে নয়নকোণে ॥
মুর্শিদের মেহের মোহর যার খুলেছে সেই তো জানে ।
সিরাজ সাঁই কয় অবোধ লালন খুজিস কী তুই বনে বনে ॥

তথ্য