গীতিকার: লালন ফকির
শিরোনাম: পড়গা নামাজ ভেদ বুঝে
পড়গা নামাজ ভেদ বুঝে ।
বরজোখ নিরিখ না হলে ঠিক নামাজ পড়া হয় মিছে ॥
আপনি কেন আপন পানে তাকাও নামাজে বসে ।
আত্তাহিয়াতু রুকু সালাম দেখো তার প্রমাণ আছে ॥
সুন্নত নফল ফরজ সব রাকাত গোনা নামাজ ।
থাকলে এসব হিসাব নিকাশ বরজোখ ঠিক রয় কীসে ॥
শুনে ভজনের হুকুম সাবেদ করেছে ।
লালন বলে আন্ধেলা ইমাম এক্তেদা নাই তার পিছে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৯৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা