গীতিকার: লালন ফকির
শিরোনাম: পড়ো মনে ইবনে আব্দুল্লা
পড়ো মনে ইবনে আব্দুল্লা ।
পড়িলে যাবে জীবের মনের ময়লা ॥
একরা বিসমে রাব্বিকা আছে সুরা ত্রিশ পারা নবীজি তা পড়েনা ।
জিবরাইল তা শোনেনা মোহর নবুয়ত দিলেন খোদা তালা ॥
হেরা পর্বত গুহাতে বসে ছিলেন নবী মোরাকাবা মোশাহেদা তে ।
সেথায় জিবরাইল হয় হাজির খেলাফত দিলেন মালেক আল্লা ॥
নবীর পৃষ্ঠে মোহর নবুয়ত রয় আশেকে আকাশ দেখে ভক্তগণকে কয় ।
লালন বলে এ ভেদ জানলে যাবে মনের ত্রিতাপ জ্বালা ॥

তথ্য