গীতিকার: লালন ফকির
শিরোনাম: পড়ো নামাজ আপনার মোকাম চিনে
পড়ো নামাজ আপনার মোকাম চিনে ।
মোর্শেদ ধরে জানতে হবে নবীর মিম্বর আছে কোনখানে ॥
লা ইলাহা কলেমা পড়ো ইল্লাল্লাহু দম শুমারে ধরো ।
দম থাকিতে আগে মরো বোরাকে বসিয়ে বামে ॥
ঘুচে যাবে এশকের জ্বালা জেগে উঠবে নূর তাজাল্লা ।
সামনে দাড়ায়ে মাওলা নিরিখ রেখো মুর্শিদ কদমে ॥
আপনার আপনি চেনা যাবে নামাজের ভেদ তবে পাবে ।
ছয় লতিফা হাসিল হবে পড়ো নামাজ দমে দমে ॥
সিরাজ সাঁই দরবেশে বলে শোনরে লালন বলি খুলে ।
শেরেকি হয় দলিলে নিরাকারে সেজদা দিলে ॥

তথ্য