গীতিকার: লালন ফকির
শিরোনাম: প্রাণ গৌররুপ দেখতে যামিনী
প্রাণ গৌররুপ দেখতে যামিনী ।
কত কুলের কণ্যে গোরার জন্যে হয়েছে পাগলিনী ॥
সকাল বেলা যেতে ঘাটে গৌরাঙ্গ রুপ উদয় পাটে ।
গেরুয়া ধারণ তার করেতে করঙ্গ কটিতে ডোর কোপিনী ॥
আনন্দ আর মন মিলে কুল মজালে এই দুজনে ।
তারা ঘরে রইতে না দিলে করেছে পাগলিনী ॥
ব্রজে ছিলো কালোধারণ নদেয় এসে গৌরবরণ ।
লালন বলে রাগের করণ দরশনে রুপজপনী ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২১৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৬৯