গীতিকার: লালন ফকির
শিরোনাম: প্রেম বাজারে কে যাবি তোরা আয় গো আয়
প্রেম বাজারে কে যাবি তোরা আয় গো আয় ।
প্রেমের গুরু কল্পতরু প্রেমরসে মেতে রয় ॥
প্রেমরাজ মদনমোহন নিহেতুপ্রেম করে সাধন ।
শ্যামরাধার যুগলচরণ প্রেমের সহচরী গোপীগণ গোপীর দ্বারে বাঁধা রয় ॥
অবিম্বু উথলিয়ে নারী পুরুষ প্রকৃতি হয় কার ।
দোহার প্রেমশৃঙ্গার মেতে উভয়ের শেষে লেনাদেনা হয় ॥
নির্মল প্রেম করে সাধন শম্ভূরসের করে স্থিতি সামান্য রতিসাধন ।
সিরাজ সাঁই বলে শোনরে লালন তাতে শ্যামাঙ্গ গৌরাঙ্গময় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৭১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৭৭