গীতিকার: লালন ফকির
শিরোনাম: প্রেমেন্দ্রিয় বারি অনুরাগ নইলে কি যায় ধরা
প্রেমেন্দ্রিয় বারি অনুরাগ নইলে কি যায় ধরা ।
যে বারি পরশে জীবের যাবে ভবজ্বালা ॥
বারি মানে বার এলাহি নাহিরে তুলনা নাহি ।
সহস্রদলেতে সেহি মৃণাগতি বহে ধারা ॥
ছায়াহীন এক মহামণি বলবো কীরে তার করণী ।
প্রকৃতি হন তিনি বারি সেধে অমর গোরা ॥
আসমানে বরিষণ হলে জল দাড়ায় মৃত্তিকা স্থলে ।
লালন ফকীর ভেবে বলে মাটি চিনবে ভাবুক যারা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৯৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৭৩