গীতিকার: লালন ফকির
শিরোনাম: প্রেম যমুনায় ফেলবি বড়শি খরবদার
প্রেম যমুনায় ফেলবি বড়শি খরবদার ।
লয়ে গুরুমন্ত্র ছেড়ে যন্ত্র ঠিক হয়ে বয় ঘাটের পর ॥
পাকিয়ে রাগের সূতা ছয়তারে করি একতা
ভাবের টোপ গেঁথে দাও সেথা
নীচে সাড়া পেলে পরে উঠবে ভেসে একান্তর ॥
সেই নদীপুরা জল সদা করছেরে কলকল
রাগের ছড়ি ছিপের বাড়ি খেলে যাবি রসাতল
কত রসিক জেলে জাল ফেলে প্রাণ লয়ে দিচ্ছে সাঁতার ॥
যেয়ে দেখ নদীর কূল তুই হবিরে ব্যাকুল
ট্যাপায় নিবে আঁধার কেটে হবি নামাকূল
লালন বলে যেমন আমার ভ্যাদায় করছে রুই আহার ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৯৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা