গীতিকার: লালন ফকির
শিরোনাম: প্রেম কি সামান্যেতে রাখা যায়
প্রেম কি সামান্যেতে রাখা যায় ।
প্রেমে মজলে ধর্মাধর্ম ছাড়তে হয় ॥
দেখরে সেই প্রেমের লেগে হরি দিলো দাসখত লিখে ।
ষড়ৈশ্বর্য ত্যাজ্য করে কাঙ্গাল হয়ে ফেরে নদীয়ায় ॥
ব্রজে ছিলো জলদ কালো প্রেম সেধে গৌরাঙ্গ হলো ।
সে প্রেম কি সমান্য বলো যে প্রেমের রসিক দয়াময় ॥
প্রেম পীরিতের এমনই ধারা এক মরণে দুইজন মরা ।
ধর্মাধর্ম চায়না তারা লালন বলে প্রেমের রীতি তাই ॥

তথ্য