গীতিকার: লালন ফকির
শিরোনাম: প্রেম করা কি কথার কথা
প্রেম করা কি কথার কথা ।
হরিপ্রেমে নিলো গলে কাঁথা ॥
একদিন রাধে মান করিয়ে ছিলেন ধনী শ্যাম ত্যাজিয়ে ।
মানের দায়ে শ্যাম যোগী হয়ে মুড়ালে মাথা ॥
আর এক প্রেমে মজে ভোলা শ্মশানে মশানে করে খেলা ।
গলে শুদ্ধ হাড়ের মালা দেখতে পাগল অবস্থা ॥
রুপ সনাতন উজির ছিলো প্রেমে মজে ফকীর হলো ।
লালন বলে তেমনই জেনো শুদ্ধ সে প্রেমের ক্ষমতা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৭১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা