গীতিকার: লালন ফকির
শিরোনাম: প্রেম করে বাড়িলো দ্বিগুণ জ্বালা
প্রেম করে বাড়িলো দ্বিগুণ জ্বালা ।
ছল করে প্রাণ হরে নিলো কালা ॥
সখীরে আমি যখন বাঁধতে বসি ও সে কালা বাজায় বাঁশি ।
মন হয় যে তখন উদাসী কী করি ভেবে মরি একী করিলো কালা ॥
সখিরে আমার লাগি ঐনা কালা প্রেমের হাট বসালো কদমতলা ।
কদমতলায় করেছি কত লীলা তাইতে হলো বুঝি জীবন কালা ॥
সখিরে শুইলে স্বপনে দেখি শ্যাম কাছে বসে ধরে আঁখি ।
হেসে হেসে বলছে কথা চাঁদমুখি
লালন বলে রাই পরিয়েছিলো শ্যামের গলে মালা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৭১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা