গীতিকার: লালন ফকির
শিরোনাম: প্রেম নহরে ভেসেছে যারা
প্রেম নহরে ভেসেছে যারা ।
বেদবিধি শাস্ত্র অগণ্য মানেনা আইন তারা ॥
চার বেদ চৌদ্দ শাস্ত্রের কাজ কিরে তার সে সব খবর ।
জানে কেবল নুকতার খবর নুকতা হয়না হারা ॥
প্রেমের রসিক হয় যেজনে মন থাকে তার রুপের পানে ।
অন্যরুপ সে নাহি জানে আশেকি পাগলপারা ॥
বলে গেছেন আপে বারি রুপের কাছে আজ্ঞাকারী ।
লালন তাই কয় ফুকারী সিরাজ সাঁই যে ধারা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩০০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৭৪