গীতিকার: লালন ফকির
শিরোনাম: প্রেম পীরিতের উপাসনা
প্রেম পীরিতের উপাসনা ।
না জানলে সে রসিক হয়না ॥
প্রেম প্রকৃতি স্বরুপশক্তি কামগুরু হয় নিজপতি ।
মনরসনা অনুরাগী না হলে ভজনসাধন হবেনা ॥
যোগী ঋষি মুনিগণে বসে আছে প্রেমসাধনে ।
শুদ্ধ অনুরাগী বলে পেয়েছে কেলেসোনা ॥
প্রেমের বাণে মধু চেনে সাধুজন
শুদ্ধ অনুরাগী যারা উর্দ্ধদেশে করে গমন ।
লালন বলে জ্ঞানী না হলে নিগূঢ়তত্ব জানবে না ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩০১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৭৬