গীতিকার: লালন ফকির
শিরোনাম: প্রেম পরম রতন
প্রেম পরম রতন ।
লভিবারে হেন ধন করো হে যতন ॥
প্রমরত যতজন নাহি কোনো কুবচন ।
হিংসা দ্বেষ কদাচন নাহি লয় মন ॥
প্রেম সহিষ্ণু করে পরহিতে সদা ফেরে ।
শত্রুমিত্রে মঙ্গল করে সবারে সমান ॥
প্রেমে লোভ ক্রোধ হরে অহঙ্কার বিনাশ করে ।
দয়ামায়া গুণ ধরে সুখ প্রস্রবণ ॥
সিরাজ সাঁই বলেরে লালন প্রেমধন করো বিতরণ ।
তবে পাবে তার শ্রীচরণ সপে প্রাণমন ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩০০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা