গীতিকার: লালন ফকির
শিরোনাম: প্রেম প্রেম বলে করো কোর্ট কাচারী
প্রেম প্রেম বলে করো কোর্ট কাচারী ।
সেই প্রেমের বাড়ি কোথায় বলো বিহারী ॥
সেই প্রেমের উৎপত্তি কীসে শূণ্যে কি ভাণ্ডমাঝে ।
আবার কোন প্রেমেতে দিবানিশি ঘুরি ফিরি ॥
কোন প্রেমে মাতাপিতা খণ্ড করে জীবাত্মা ।
না জেনে সেই প্রেমের কথা গোলমাল করি ॥
কোন প্রেমে মা কালী পদতলে মহেশ্বর বলী ।
লালন বলে ধন্য দেবী জয় জয় হরি ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৫৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা