গীতিকার: লালন ফকির
শিরোনাম: প্রেম রসিকা হবো কেমনে
প্রেম রসিকা হবো কেমনে ।
করি মানা কাম ছাড়েনা মদনে ॥
এই দেহেতে মদন রাজা করে কাচারি
কর আদায় কড়ি লয়ে যায় হুজুরী
মদন তো দুষ্ট ভারি তারে দাও তহশিলদারী
করে সে মুন্সিগিরি গোপনে ॥
চোর দিয়ে চোর ধরাধরি একী কারখানা
আমি তাই জিজ্ঞাসিলে তুমি বলোনা
চোরেরা চুরি করে সাধু দেখে পালায় ডরে
চোরে সব লয়ে গেলো কোনখানে ॥
অধীন লালন বিনয় করে সিরাজ সাঁইয়ের পায়
স্বামী মারিলে লাথি নালিশ করিবো কোথায়
তুমি মোর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি
কেমনে হবো সতী চরণে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩০১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৭১