গীতিকার: লালন ফকির
শিরোনাম: প্রেম শিখালাম যারে হাত ধরি
প্রেম শিখালাম যারে হাত ধরি ।
দেখো দেখো সজনী দিবারজনী তার প্রেমে এখন জ্বলে মরি ॥
ওরে মন প্রেম শিখাইলি যারে সে প্রেম তোরে বাঁধিয়া মারে ।
নয়নে নয়নে সন্ধানে স্মরণে মরমে বেঁধেছে এ কুলের নারী ॥
অস্ত্রাঘাতের ব্যাথা শুকাইলে যায় প্রেমাঘাত করে জীবন সংশয় ।
তবু জীবন যায়না সে দেখে দিবানিশি করে জ্বালাতন আমারই ॥
আগে নাহি জানি এমন হবে বাঘ শিকারীকে বাঘে ধরে খাবে ।
অনুরাগের বাঘে খেলো লালনের যেমন গর্ভে ধরে অসৎ নারী ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৭২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা