গীতিকার: লালন ফকির
শিরোনাম: প্রেমের দাগ রাগ বাঁধা যার মনে
প্রেমের দাগ রাগ বাঁধা যার মনে ।
সে প্রেম ঐহিকে জানে না জানে রসিক জনে ॥
যার শতদল কমলে ত্রিবেনীতে তুফান খেলে ।
ভাটায় যায়না সে চলে উজানকোণে ॥
সেই প্রেম করিতে আশা করো মনে আবার সাধ্য করো গোপীগণে ।
লালন কয় লীলা নাই যেখানে সে চলে নিত্যভুবনে ॥

তথ্য