গীতিকার: লালন ফকির
শিরোনাম: প্রেমের ভাব জেনেছে যারা
প্রেমের ভাব জেনেছে যারা ।
গুরুরুপে নয়ন দিয়ে হয়েছে আত্মহারা ॥
সখ্য শান্ত দাস্যরসে বাৎসল্য মধুর বশে ।
পঞ্চতত্ব পঞ্চপ্রেমে বইছে সহস্রধারা ॥
পঞ্চানন খায় ধুতরা ঘটা হয় মাতোয়ারা ।
মুখে বলে রাম হরি নাম ঐ প্রেমের প্রেমিকারা ॥
খেলে তার নামসুধা মিটে যায় ভবক্ষুধা ।
কখনো গরলসুধা পান করেনা তারা ॥
সদাই থাকে নিষ্ঠারতি হয়ে মরার আগে মরা ।
কত মণিমুক্তো রত্নহীনা মালখানায় দেয় পাহারা ॥
প্রেম শক্তি চতুর্দলে কুম্ভক উঠিয়ে ঠেলে ।
প্রেমশক্তির বাহুবলে উজানে ভাসায় ভারা ॥
শতদল লঙ্ঘন করে সহস্তে কায়েম করা ।
আসা যাওয়াই হলো সারা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৯৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা