গীতিকার: লালন ফকির
শিরোনাম: পুলসেরাতের কথা কিছু ভাবিও মনে
পুলসেরাতের কথা কিছু ভাবিও মনে ।
একদিন পার হতে অবশ্য হবে সেখানে ॥
সেইপথ ত্রিভঙ্গ বাঁকা তাতে হীরের ধার চোখা ।
ঈমান তার হলে পাকা তরাবে সেইদিনে ॥
বলবো কী সেই পারের দুস্কর চক্ষু হবে ঘোর অন্ধকার ।
কেউ দেখবেনা কারো আকার কে যাবে কেমনে ॥
ফাতেমা নবীর করণ তার দাওন ভরসা এখন ।
এখন মেয়ে দোষে লালন দেখলে সামনে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৯৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা