গীতিকার: লালন ফকির
শিরোনাম: পূর্বের কথা ছাড়ান দাও ভাই
পূর্বের কথা ছাড়ান দাও ভাই ।
সে লেখা তো থাকেনা সাধনের দাড়ায় ॥
বাদশা গুরু গুরু বাদশা এসব কথা সাধু ভাষা ।
এ কথায় করে নিরাশা জীব পড়ে দুর্দশায় ॥
তাইতে বলি ওরা কানা সর্বজীব হয় গুরুজনা ।
করো চৈতন্য গুরুর সাধনা তাতে কর্মভোগ যায় ॥
ধর্মাধর্ম সব নিজের কাছে জানা যায় সাধনের বিচে ।
লালন কয় আমার ভুল হয়েছে ভেবে দেখি তাই ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৯৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা