গীতিকার: লালন ফকির
শিরোনাম: পূর্ণচন্দ্র উদয় কখন করোরে মন বিবেচনা
পূর্ণচন্দ্র উদয় কখন করোরে মন বিবেচনা ।
আগমে আছে প্রকাশি ষোলোকলায় পূর্ণশশী
পনেরোয় পূর্ণিমা কিসি শুনে মনের ঘোর গেলোনা ॥
সাতাশ নক্ষত্র সাঁইত্রিশ যোগেতে কোন সময় লে সাঁইত্রিশেতে
যোগের এমনই লক্ষণ অমৃতফল হয়রে সৃজন
জানতো যদি দরিদ্র মন অসুসার কিছু রইতো না ॥
পূর্ণিমার যোগাযোগ হলে শুকনো নদী উজান চলে
ত্রিবেনীর পিছল ঘাটে মহাশব্দে বন্যা ছোটে
চাঁদ চকোরের ভাটার চোটে বাঁধ ভেসে যায় তৎক্ষণা ॥
নীচের চাঁদ রাহুতে ঘেরা গগন চাঁদ কি পড়বো ধরা
যখন হয়রে অমাবস্যে তখন চন্দ্র রয় কোন দেশে
লালন ফকীর শুনে পড়ে চোখ থাকতে হলো কানা ॥

তথ্য