গীতিকার: লালন ফকির
শিরোনাম: রাধা রাণীর ঋণের দায় গৌর এসেছে নদীয়ায়
রাধা রাণীর ঋণের দায় গৌর এসেছে নদীয়ায় ।
বৃন্দাবনের কানাই আর বলাই ॥
নদে এসে নাম ধরেছে গৌর আর নিতাই ।
কবে যে যশোদা বেঁধেছিলো হাত বুলারে জানা যায় ॥
বৃন্দাবনের ননী খেয়ে পেট তো ভরে নাই ।
নদে এসে দই চিড়াতে ভুলেছে কানাই ॥
তুমি কোন ভাবেতে ।
কোপনী নিলে সেই কথা বলো আমায় ॥
তুমি কৃষ্ণ হরি দয়াময় ।
তোমাকে যে চিনতে পায় অধীন লালন কয় ॥
তুমি ধরতে গেলে না দাও ধরা ।
কেবল গোপীগণের মন ভোলাও ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২২২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা