গীতিকার: লালন ফকির
শিরোনাম: রাধার তুলনা পীরিত সামান্যে কেউ যদি করে
রাধার তুলনা পীরিত সামান্যে কেউ যদি করে ।
মরেও না মরে পাপী অবশ্য যায় ছারেখারে ॥
কোন প্রেমে সেই ব্রজপুরী বিভোরা কিশোর কিশোরী ।
কে পাইবে গম্ভু তারই কিঞ্চিৎ ব্যাক্ত গোপীর দ্বারে ॥
গোপী অনুগত যারা ব্রজের সে ভাব জানে তারা ।
কামের ঘরে শড়কী মারা মরায় মরে ধরায় ধরে ॥
পুরুষ প্রকৃতি স্মরণ থাকতে কি হয় প্রেমের করণ ।
সিংহের দায় দিয়ে লালন শৃগালের কাজ করে ফেরে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৭৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬২৭