গীতিকার: লালন ফকির
শিরোনাম: রাগ অনুরাগ যার বাঁধা আছে তার সোনার মানুষ আলাপনা হৃৎকমলে
রাগ অনুরাগ যার বাঁধা আছে তার সোনার মানুষ আলাপনা হৃৎকমলে ।
বেদ পুরাণ আদি রাগের অনুবাদী নব অনুরাগী তা দেয়রে ফেলে ॥
অনুরাগীর মন সদা সচেতন মণিহারা ফণীর মতন ।
দেখলে তার মুখ হৃদয়ে বাড়ে সুখ অঙ্গ পরশিলে প্রেম উজ্জলে ॥
অনুরাগীর নয়ন যেদিকে ফিরায় পূর্ণচন্দ্র রুপ ঝলক দেখতে পায় ।
ক্ষণেক হাসে মন ক্ষণেক সচেতন ক্ষণেক ব্রহ্মাণ্ডের উপর যায়রে চলে ॥
অনুরাগে সদাই যে করে আশা অনুরাগে হয় তার দশমদশা ।
লালন ফকীর বলে অনুরাগ না হলে কার কার্যসিদ্ধি হয় কোনকালে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪১৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬২৬