গীতিকার: লালন ফকির
শিরোনাম: রোগ বাড়ালি শুধু কুপথ্য করে
রোগ বাড়ালি শুধু কুপথ্য করে ।
ঔষধ খেয়ে অপযশটি করলি কবিরাজেরে ॥
মানিলে কবিরাজের বাক্য তবে রোগ হতো আরোগ্য ।
মধ্যে মধ্যে নিজে বিজ্ঞ হয়ে রোগ বাড়ালি রে ॥
অমৃত ঔষধ খেলি তাতে মুক্তি নাহি পেলি ।
লোভ লালসে ভুলে রলি ধিক তোর লালসেরে ॥
লোভে পাপ পাপে মরণ তা কি জানোনা রে মন ।
সিরাজ সাঁই কয় লালন এখন মরগে ঘোর বিকারে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩২০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা