গীতিকার: লালন ফকির
শিরোনাম: রঙমহলে সদাই ঝলক দেয়
রঙমহলে সদাই ঝলক দেয় ।
যার ঘুচেছে মনের আঁধার সেই দেখতে পায় ॥
শতদলে অন্তঃপুরী আলীপুরে তার কাচারী ।
দেখলে সে কারিগরী হবে মহাশয় ॥
সজল উদয় সেই দেশেতে অনন্ত ফল ফলে তাতে ।
প্রেম পাতিজাল পাতলে তাতে অধরা ধরা যায় ॥
রত্ন যে পায় আপন ঘরে সে কী আর খোজে বাহিরে ।
না বুঝিয়ে লালন ভেড়ে দেশবিদেশে ধায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৫৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা