গীতিকার: লালন ফকির
শিরোনাম: রঙমহলে চুরি করে কোথা সে চোরের বাড়ি
রঙমহলে চুরি করে কোথা সে চোরের বাড়ি ।
ধরতে পারলে সেই চোরের পায়ে দিতাম মনোবেড়ি ॥
সিংদরজায় চৌকিদার একজন অষ্টপ্রহর থাকে সচেতন ।
কীরুপ ভাবে ভেলকি মেরে চুরি করে কোন ঘড়ি ॥
ঘর বেড়িয়ে ষোলোজন সেপাই এক একজনের বলের সীমা নাই ।
তারাও চোরেরে টের না পেলো কার হাতে দেবে দড়ি ॥
পিতৃধন সব নিলো চোরে নেংটিঝাড়া করলো মোরে ।
লালন বলে একই কালে চোরের কি হলো আড়ি ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪১৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬২৩