গীতিকার: লালন ফকির
শিরোনাম: রস প্রেমের ঘাট ভাড়িয়ে তরী বেয়োনা
রস প্রেমের ঘাট ভাড়িয়ে তরী বেয়োনা ।
আইন জানোনা বললে মানোনা ॥
নতুন আইন এলো নদীয়াতে প্রেমের ঘাটে উচিত কর দিতে ।
না জেনে সেই খবর করিলে জোর জবর উচিত সাজায় বাঁচবেনা ॥
প্রেমের ঘাটে রাজা নিতাই রাইরাধা রসবতী চুন্নি তাই ।
সে ঘাট মারিলে পড়িবে দায়মালে এই ঝকমারি করোনা ॥
মেরেছিলো সেই ঘাটে শ্যামরাই চালান হলো নদীয়া জেলায় ।
লালন ভেবে বলে আমার এই কপালে হয় কী জানি ঘটনা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৩১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা