গীতিকার: লালন ফকির
শিরোনাম: রসের রসিক না হলে কে গো জানতে পায়
রসের রসিক না হলে কে গো জানতে পায় ।
কোথা সে অটলরুপে বারাম দেয় ॥
শূণ্যভরে আসন করে পাতালপুরে বারাম দেয় ।
অমনি সে গিয়ে পড়ে ফাঁকের মাঝখানায় ॥
মনচোরা চোর সেই যে নাগর তলে আসে তলে যায় ।
উপর উপর বেড়ায় ঘুরে জীব সদাই ॥
তলে ঢোড়ো তলে খোজো তবে সে ভেদ জানতে পায় ।
লালন বলে উচ্চ মনের কার্য নয় ॥

তথ্য