গীতিকার: লালন ফকির
শিরোনাম: রসিক সুজন ভাইরে দুজন আছো কোন আশে
রসিক সুজন ভাইরে দুজন আছো কোন আশে ।
তোদের বাড়ি অতিথ এলো দুই ছেলে আর এক মেয়ে ॥
ভবের পরে এক সতী ছিলো বিপাকে সে মারা গেলো ।
মরার পেটে গর্ভ হলো এই ছিলো তার কপালে ॥
মরা যখন কবরে নেয় তিনটি ছেলে তার তখন হয় ।
তিনজনা তিন দেশে যায় মরা লাশ দূরে ফেলে ॥
মরার যখন মাংস পঁচে তিনজনাতে বসে হাসে ।
অন্যলোকে ঘৃণা করে লালন তুলে নেয় কোলে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৬০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা