গীতিকার: লালন ফকির
শিরোনাম: রসিকের ভঙ্গিতে যায় চেনা
রসিকের ভঙ্গিতে যায় চেনা ।
তার শান্তচিত্ত উর্ধ্বরতি বরণ কাঁচা সোনা ॥
সহজ হয়ে সহজ মানুষ সেধেছে সেইজনা ।
তার কামসাগরে চর পড়েছে প্রেমসাগরে জল আটেনা ॥
চণ্ডীদাস আর রজকীনি ।
তারাই প্রেমে ধন্য শুনি এমন প্রেমিক কয়জনা ॥
তারা একপ্রেমে দুই জন মরে ।
কেউ কাউকে ছাড়েনা ॥
সিরাজ সাঁই দরবেশে বলে শোনরে লালন বলি খুলে ।
রসিকের প্রেম চমৎকারা তাদের সে প্রেম ছোটেনা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩২০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা